Monday, September 1, 2025
HomeScrollমেয়েকে নিয়ে বড় পর্দায় স্বস্তিকা

মেয়েকে নিয়ে বড় পর্দায় স্বস্তিকা

কলকাতা: সময়ের সঙ্গে সঙ্গে বাংলা ছবির চিরাচরিত ভাবনাতেও বদল এসেছে। ছবির গল্প জমে উঠছে বাস্তবের স্বাদে। সমাজের সমস্ত স্তরের মানুষের জীবন খুব কাছ থেকে দেখতে আসছে নতুন বাংলা ছবি। বর্তমান সমাজের প্রেক্ষাপটের গল্প বলতে আসছে নতুন বাংলা সিনেমা। শহরের বুকে মা ও মেয়ের বেঁচে থাকার লড়াইয়ের গল্প বলবে পরিচালক সায়ন্তন ঘোষাল (Sayantan Ghosal)। ছবির নাম ‘অশনি (Film Ashani)’। Anirban Chakrabarti) ও দিতিপ্রিয়া রায়কে (Ditipriya Roy)। জানা যাচ্ছে, কলকাতাকে কেন্দ্র করে তৈরি এই ছবির শুটিং হচ্ছে উত্তর ও দক্ষিণ কলকাতায়। থ্রিলার ঘরনার এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। এই মুহূর্তে ছবির শেষ পর্যায়ের শুটিং চলছে।

আরও পড়ুন: রাজকুমার থালা-বাসন ধুয়ে আমাকে রান্নায় সাহায্য করে: পত্রলেখা

শহরের অলিগলির আলোআঁধারিতে লুকিয়ে রয়েছে চাপা আর্ত চিৎকার। সব খোয়ানোর হাহাকার। তার খবর ক’জন রাখে পূর্বা। অনেক লড়াই, অনেক বিনিদ্র রজনী কাটিয়ে তবে মেয়েকে নিয়ে সবে সুখের মুখ দেখছিল। তা সহ্য হল না! তার আর মেয়ের মাথা গোঁজার আশ্রয়ের দিকে কুনজর কলকাতার। ঠিক এই সময়েই সামনে এসে দাঁড়িয়েছে তার অতীত। যা এত দিন আড়াল করতে চেয়েছে সে। এমন কাহিনি পর্দায় তুলে ধরেতে চলেছেন পরিচালক সায়ন্তন ঘোষাল। কাহিনি এবং চিত্রনাট্যে পরিচালক-চিকিৎসক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। সঙ্গীত পরিচালনায় রানা মজুমদার। বড় পর্দায় পূর্বা আর তাঁর মেয়ের লড়াই তুলে ধরতে চলেছেন। ছবির নাম ‘অশনি’। আরও এক বার পরিচালকের সঙ্গী স্বস্তিকা মুখোপাধ্যায়। রহস্যের জট ছাড়াতে (না কি রহস্যকে আরও জটিল করতে) জোট বাঁধছেন এক ঝাঁক তারকা। তালিকায় শিলাজিৎ মজুমদার, অনির্বাণ চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, সত্যম ভট্টাচার্য।

অন্য খবর দেখুন

Read More

Latest News